আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিন, আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আবদুল কাদের ও তিনটহরী বাজার কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 'পবিত্র রমজানের চাহিদাকে পূঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্যবৃদ্ধি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই সকলকে সচেতন থাকতে হবে'। তবে উপজেলার কোন হাট-বাজারে এমন ঘটনা পরিলক্ষিত কিংবা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। মতবিনিময় সভায় মানিকছড়ি বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত