মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মূখী সমবায় সমিতি (HDUSS) এর উদ্যোগে হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
৮’ই ফেব্রুয়ারী, ২৪ইং (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে এ মেলা উদ্বোধন করা হয়। চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মূখী সমবায় সমিতির আয়োজনে এ মেলা আজ ৮’ই ফেব্রুয়ারী -আগামী ১১’ই ফেব্রুয়ারী পর্যন্ত চারদিন চলমান থাকবে।
হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মূখী সমবায় সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেনসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাত হোসাইন এলির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এছাড়া চলমান দিনে উপজেলার বিভিন্ন স্থরের কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানান মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী উদ্বোধকের বক্তব্যে বলেন বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের জন্য কাজ করছে এবং কাজ চলমান থাকবে।প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে আজ থেকে চারদিন চলবে। এ চলমান মেলায় উপজেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মূখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের প্রথম দিনে প্রায় ১৫টি স্টল শুরু করেছে বলে নিশ্চিত করে এবং আগামীকাল হয়তো আরও বাড়বে বলে ধারণা করছে।