আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহায়তায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নসহ পৌরসভা এলাকার হতদরিদ্র ২’শ পরিবারের মাঝে হ্যান্ড ওয়াশ ডিভাইস (বালতি, বোল, ট্যাপ, মগ, সাবান, সাবানের কেইস) বিতরণ করা হয়েছে।
বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও পৌর এলাকার নশরতপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকই দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আউয়াল, ইউপি সদস্য জামাল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সহায়তাকারী ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
সমাজে বসবাসকারী পরিবারগুলোর লোকজন যাতে নিয়মিত হাত ধোয়া অভ্যাসের মাধ্যমে নিজেরা সুস্থ থাকতে পারে সেই লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ওই উদ্যোগ গ্রহণ করেন।