• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে পর্যটক খরায় কাপ্তাই পর্যটন শিল্পে চলছে মন্দাভাব  রাজস্থলীতে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা শুরু কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময় কাপ্তাই সেনা জোনের উদ্যোগে  শারদীয় দুর্গোৎসব  এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত লংগদুতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন বান্দরবানে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে রোগীর সংখ্যা শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  মানিকছড়িতে প্রবীণ পল্লী চিকিৎসকের মৃত্যুতে শোক

কুমিল্লা-৯ আসনে লাঙ্গলে ভোট চেয়ে প্রার্থীর প্রচার প্রচারণা ও গণসংযোগ

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ / ২৮৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন সাধারণ ভোটারদের।

প্রফেসর ড. গোলাম মোস্তফা দলের চেয়ারম্যানের উপদেষ্টা, কুমিল্লা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, লাকসাম মনোহরগঞ্জের দলীয় সমন্বয়ক ও লাকসাম উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতীক বরাদ্দের পর কুমিল্লা-৯ আসনের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

গণসংযোগকালে প্রফেসর ড. গোলাম মোস্তফা বলেন, ১৯৯৬ সালে প্রথম প্রার্থী হিসেবে আমি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরপর ২০০১ এবং ২০১৪ সালেও আমি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। দলীয় মনোনয়ন পেয়ে এবারও আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ দেশের উন্নয়নের পথিকৃত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিবেন বলে আমি আশাবাদী। তিনি বলেন,জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে ব্যাপক পরিবর্তন আসবে। দেশের উন্নয়ন হবে। সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, হানাহানি, রাহাজানি, মাদকসহ সকল অনিয়ম, অত্যাচার, অবিচার বন্ধ হবে। সন্ত্রাস নৈরাজ্য রুখতে জাতীয় পার্টির কোন বিকল্প নেই। উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচন হবে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরীর মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে প্রার্থীদের। ভোটাররা যাতে ভোট দিতে বাধাগ্রস্ত না হয়, সেই দিকে নজর দিতে হবে বেশি। এজন্য নির্বাচন কমিশনকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

প্রফেসর ড. গোলাম মোস্তফা বলেন, নির্বাচন কমিশন সব দলের অধিকার সমান রেখে নির্বাচন পরিচালনা করলে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে জাতীয় পার্টি এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

লাঙ্গল প্রতীকের এ প্রার্থীর অভিযোগ, বিভিন্ন এলাকায় লাঙ্গলের পোষ্টার খুলে ফেলে দিচ্ছে একটি মহল। তবে কারা লাঙ্গলের পোষ্টার খুলে ফেলছে তা সঠিকভাবে বলতে পারছেন না ওই প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ