আজ পহেলা জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে মাদ্রাসায় এসে বই নিয়ে বাড়ি ফিরে আর এতেই আনন্দ ও উৎসব শিক্ষার্থীরা।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসায় বই বিতারণ উৎসব-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) সকাল ১১ দিকে মাদ্রাসা ক্যাম্পাসে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসা সুপার মোহাম্মদ সরওয়ার কামাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তোহিদুর রহমান।
এছাড়া সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্টাতা সদস্য মাওলানা আব্দুল গফুর, সদস্য আবু তালেব, হাসেম খান, সামজিদা, তাসলিমা, সহকারী শিক্ষক আনোয়ার পাশা, শফিউল আলম, কুলসুমা বেগম
মাওলানা কামাল উদ্দিন’সহ উপস্থিত আমন্ত্রিত অতিথি’রা একে একে সকল ছাত্রীদের বই দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবক সহ আরো অনেকেই।
এসময় মাদ্রাসা সকল ছাত্রীদের কাছে জানতে চাইলে তারা জানান, নতুন বই পেয়ে আমার অনেক উৎসাহিত এবং আনন্দিত।