• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

ফরিদপুরে এসটিডি/এইচআইভি এইডস বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি।। / ১৯৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুর গণস্বাস্থ‍্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় ফরিদপুর সদর হাবেলী গোপালপুরে এসটিডি, এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ বিষয়ে এলাকার স্কুল-কলেজ শিক্ষক, যৌনকর্মী, পরিবহন শ্রমিক নেতা, এনজিও কর্মী এবং সামাজিক নেতাদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্বাস্থ‍্য কেন্দ্র স্থাপন করে ১৯৯৭ সাল থেকে দৌলতদিয়া যৌনকর্মী, দুর্গম চরবাসীসহ উপজেলার দরিদ্র জনসাধারণকে নানা ধরণের চিকিৎসাসেবা দিয়ে আসছে। পাশাপাশি বিগত বছর থেকে ফরিদপুর সদরের রথখোলা ও সিএন্ডবি ঘাটে অবস্থিত যৌনপল্লীর স্বাস্থ‍্যসেবা নিশ্চিতকরণসহ উপজেলার দুর্গম চরাঞ্চল এবং আশেপাশের এলাকায় সার্বক্ষণিক স্বাস্থ্যসেবায় কাজ করছে।

বুধবার (২৯ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলা হাবেলী গোপালপুর গণস্বাস্থ্য কেন্দ্রে বিকেল ৩ টায় এ প্রশিক্ষণ কর্মসূচি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহ্জাবিন চৌধুরী।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইজদ্দিন মাতব্বর কান্দি সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, কমলাপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নাছিমা বেগম, নুরুল ইসলাম উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার নাজরাতি নাফিজা, ফিল্ড অ‍্যানিমেটর মো. শরিফ হোসাইন, প‍্যারামেডিক মো. সাব্বিরসহ বিভিন্ন এনজিও কর্মী, সামাজিক নেতা, ফরিদপুর রথখোলা ও সিএন্ডবি যৌনপল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ