সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় ফরিদপুর সদর হাবেলী গোপালপুরে এসটিডি, এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ বিষয়ে এলাকার স্কুল-কলেজ শিক্ষক, যৌনকর্মী, পরিবহন শ্রমিক নেতা, এনজিও কর্মী এবং সামাজিক নেতাদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে ১৯৯৭ সাল থেকে দৌলতদিয়া যৌনকর্মী, দুর্গম চরবাসীসহ উপজেলার দরিদ্র জনসাধারণকে নানা ধরণের চিকিৎসাসেবা দিয়ে আসছে। পাশাপাশি বিগত বছর থেকে ফরিদপুর সদরের রথখোলা ও সিএন্ডবি ঘাটে অবস্থিত যৌনপল্লীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ উপজেলার দুর্গম চরাঞ্চল এবং আশেপাশের এলাকায় সার্বক্ষণিক স্বাস্থ্যসেবায় কাজ করছে।
বুধবার (২৯ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলা হাবেলী গোপালপুর গণস্বাস্থ্য কেন্দ্রে বিকেল ৩ টায় এ প্রশিক্ষণ কর্মসূচি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহ্জাবিন চৌধুরী।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইজদ্দিন মাতব্বর কান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নাছিমা বেগম, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার নাজরাতি নাফিজা, ফিল্ড অ্যানিমেটর মো. শরিফ হোসাইন, প্যারামেডিক মো. সাব্বিরসহ বিভিন্ন এনজিও কর্মী, সামাজিক নেতা, ফরিদপুর রথখোলা ও সিএন্ডবি যৌনপল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত