আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে লাকসামের বিভিন্ন সড়কে আনন্দ-উল্লাস করে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
এদিন প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে লাকসামে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়। আশপাশের সড়কেরও অবস্থান নেন নেতাকর্মীরা। বিকেল থেকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয়সহ পুরো এলাকা।
উল্লেখ্য, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপিকে এ পর্যন্ত ছয়বার দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলেও এর আগে ১৯৯৬ সালে এবং ২০০৮ সালের নির্বাচনসহ টানা সবকটি সংসদ নির্বাচনে বারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।