আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
হতদরিদ্র মানুষ, পিছিয়ে পড়া শিশু ও নারীদের জন্য কাজ করা এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এরিয়া প্রোগ্রামের (এপি) সমাপ্তি পর্যায়ের মূল্যায়ন-২০২৩ পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ের ফলাফল সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুভেন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, ডা. সন্তোষ কুমার দত্ত, এডভোকেসি কোর্ডিনেটর জামাল উদ্দিন,।কমিউনিটি এ্যানগেজমেন্ট এন্ড পার্টনারিং ফিল্ড কোর্ডিনেটর দেবাশীষ স্নাল, ইন্টিগ্রেটেড লাইভলীহুডস টিপি ফিল্ড টেকনিক প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ আব্দুল আজিজ, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট ডা. এম মাহমুদুল হক, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট দেবাশীষ আচার্যী, লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এরিয়া প্রোগ্রামের (এপি) সমাপ্তি মূল্যায়ন ফলাফল উপস্থাপন করেন এনজিও সংস্থা সিআরডির সিইও মোখলেছুর রহমান সাগর ও ডেপুটি ম্যানেজার মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম এপির প্রোগ্রাম অফিসার, অশেষ রেমা, মানিক লাল সরকার, স্পন্সরশীপ ও সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার, ফাইন্যান্স অফিসার প্রমিতসন রিছিল।