• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: / ৪৮১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সংসদীয় ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে এ পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে দলের মনোনয়ন প্রত‍্যাশী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এরপর দলের আরও চারজন মনোনয়ন প্রত‍্যাশী নৌকার মাঝি হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস‍্য দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা লায়ন নুরুন্নবী কামাল, প্রধানমন্ত্রীর ব‍্যাক্তিগত সহকারী আবদুল মান্নান এবং জোট প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল করিম চাঁদপুরী।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির বিপরীতে জোট প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল করিম চাঁদপুরী জোর লবিং করলেও শেষ পর্যন্ত মো. তাজুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজীমকে বিপুল ভোটের ব‍্যবধানে পরাজিত করে তিনি সংসদ সদস‍্য নির্বাচিত হন। সংসদ সদস‍্য নির্বাচিত হওয়ার পর মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী করা হয়। এর আগে তিনি ১৯৯৬ সালে প্রথমবার দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর ২০০৮ সালে ২০১৪ সালে এবং ২০১৮ সালেও সংসদ সদস‍্য নির্বাচিত হন।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এ আসনে জাতীয় পার্টি থেকে প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এবং ইতিমধ্যে তিনি দলের মনোনয়নপত্রও সংগ্রহ করে জমাও দিয়েছেন। বিএনপি এবার নির্বাচনে না আসলে এ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বি হবেন জাতীয় পার্টি। ফলে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এ আসনটি আওয়ামী লীগের দখলেই থেকে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ