আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
শিশুর প্রতি সহিংসতা রোধে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে ফলোআপ মিটিং করেছে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়। লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার অশেষ রেমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম পৌরএলাকার শ্রীপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার বাজার জামে মসজিদের সহকারী ইমাম মো. খোরশেদ আলম, কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা জামে মসজিদের খতিব মাও. আনোয়ার হোসাইন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের হলদিয়া জামে মসজিদের খতিব আবদুর রশিদ।
এসময় লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার ও স্পনসশীপ ও সাপোর্ট সিস্টেম অফিসার লীজা হালদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্মীয় নেতারা শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজে কার্যকর ভুমিকা রাখার আশাবাদ ব্যাক্ত করে আগামী ছয় মাসের একটি পরিকল্পনা তৈরী করেন।