• শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ পানছড়ি মরাটিলায় শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরে হরিনাম যজ্ঞ মহাউৎসব উদযাপন জমকালো আয়োজনে মানিকছড়ি ফুড হাউজ এন্ড মাস্টার মাইন্ড সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন খাগড়াছড়িতে মাহে রমজান আগমন উপলক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী’র স্বাগত র‍্যালি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমাবেশ অনুষ্ঠিত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

সোনাগাজীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী)  / ৩৩৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

গাজী হানিফ, প্রতিনিধি সোনাগাজী (ফেনী) 

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহ যৌতুক দাবি ও লম্পট শশুর ইউসুফ এর কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় জাহানারা আক্তার পপি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার শশুর ইউসুফ কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে নিহত গৃহবধূর প্রবাসী স্বামী ও স্বজনেরা। ঘটনার পর থেকে গৃহবধূর শশুর শাশুড়ি ননদ সহ স্বজনেরা পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে সোনাগাজী পৌরসভাধীন ৫নং ওয়ার্ড, পশ্চিম তুলাতুলি গ্রামের (ফায়ারসার্ভিস সংলগ্ন) মোঃ ইউসুফের নতুন বাড়ীতে। ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ১৮ নভেম্বর (শনিবার) বাদ আসর ময়নাতদন্ত শেষে মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে গৃহবধূর লাশ দাফন করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে জাহানারা আক্তার পপি (২২) সর্ব কনিষ্ঠ। ২০১৮ সালে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের (ফায়ারসার্ভিস সংলগ্ন) মোঃ ইউসুফ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী মোঃ আবু জাহেদ সুমনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুক ও বিভিন্ন ইস্যুতে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং শশুর তাকে অনৈতিক প্রস্তাব দেয় বলে অভিযোগ করে গৃহবধূর স্বজনরা।
গত ১৬ই নভেম্বর দিবাগত রাত ১১ টা থেকে ১৭ই নভেম্বর ভোর ৬টার মধ্যে কোন একসময় গৃহবধূকে তার শশুর ইউসুফ, শাশুড়ী শাহানা আক্তার ও ননদ লাভলী আক্তার সহ অজ্ঞাতরা শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন গৃহবধূর ভাই আবদুল্লাহ আল নোমান। নোমান আরও জানান সে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পপিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত, পা দুটো খাটের উপর হাঁটু গেড়ে থাকা অবস্থায় ও ডানহাত আলনার উপর ছিল দেখেন। গৃহবধূর ৪বছর বয়সী সন্তান মাঈনুল ইসলাম আরফান বলেন আমার দাদা আমার মাকে গলায় রশি বান্ধি মারি ফালাইছে। গৃহবধূর লাশ দাফনের পর তার স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন ও অভিযুক্তদের বিচারের দাবিতে শ্লোগান দেন।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে সোনাগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ