• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনালের উদ্বোধন আজ

মাসুদ রানা, স্টাফ  রিপোর্টার (ঢাকা) / ২৮২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা (ঢাকা)

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের উদ্বোধন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি অনুমোদন দেবেন বে-টার্মিনালের চূড়ান্ত মহাপরিকল্পনার। এই দুই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার নতুন দরজা উন্মোচিত হতে চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কর্ণফুলী নদীর মোহনায় পতেঙ্গা কনটেইনার টার্মিনাল তৈরির কাজ শুরু হয় ২০১৭ সালে। ১ হাজার ১৪৮ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে চার বছর পর এখন চালুর অপেক্ষায় এই টার্মিনাল। এটিকে স্বতন্ত্র টার্মিনাল হিসেবে বানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাতে বছরে বাড়তি ৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং সম্ভব। এতে বন্দরের সার্বিক সক্ষমতা বাড়বে ১৭ ভাগ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা সর্বোচ্চ ৩২ লক্ষ টিউস। সেখানে যদি আরও ৫ লক্ষ টিউস কনটেইনার যুক্ত হয়, সেটা পৌঁছাবে ৩৭ লক্ষে। এতে করে আমাদের আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও বেগবান হবে।’

এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে। এই প্রথম বন্দরের কোনো টার্মিনাল পরিচালনায় অন্তর্ভুক্ত হতে চলেছে কোনো বিদেশি প্রতিষ্ঠান। বিদেশি প্রতিষ্ঠানের সংযুক্তি বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বহির্বিশ্বে সুনাম বাড়াবে বলে মন্তব্য কর্তৃপক্ষের।

রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল আরও বলেন, ‘এখানে অত্যাধুনিক প্রযুক্তি আনা হয়েছে। ফলে আমাদের বন্দর কর্মীরা এই প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি দক্ষতা বাড়াতে পারবে। যা বন্দরের সার্বিক উন্নয়নে সহায়ক।’

মঙ্গলবার বন্দরের আরেক গুরুত্বপূর্ণ প্রকল্প বে-টার্মিনালের চূড়ান্ত মহাপরিকল্পনা অনুমোদন দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালে ভিড়তে পারবে ৯ মিটার গভীরতার জাহাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ