• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

শান্তি মিছিল শেষে ক্যাম্পাসে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত দুই ছাত্রলীগ নেতা

মাসুদ রানা, স্টাফ  রিপোর্টার (ঢাকা) / ১৭০৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা (ঢাকা)

রাজধানীর রমনায় শান্তি মিছিল শেষে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগ দুই নেতা। তারা হলেন সালমান ফয়সাল (২৬)ও হাবিবুর রহমান (২২). সালমান সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রলীগ সভাপতি এবং হাবিবুর রহমান বি,বি,এ প্রফেশনাল বিভাগের সাধারণ সম্পাদক।

সালমান ৫১২/৪ নয়াটোলা চেয়ারম্যান গলি, হাতিরঝিলের মইনুদ্দিনের ছেলে। অপরদিকে হাবীব নোয়াখালী সদরের আব্দুল হাই এর ছেলে। বর্তমানে মগবাজার চান বেকারীর গলিতে ভাড়া থাকেন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা তিনটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সালমান জানান, আজ দুপুরের দিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে অবরোধকারীদের বিরুদ্ধে শান্তি মিছিল বের করি আমরা। এরপর মিছিল শেষে বিশ্রামের জন্য আমাদের কলেজের ক্যাম্পাসে ফেরার পথে ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা কাঠ , চেয়ার ও বাঁশ নিয়ে আমার পিঠে ও শরীরের বিভিন্ন অংশে মারতে থাকে। তখন আমার সহপাঠী হাবিবুর রহমান আমাকে বাঁচাতে এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে হাবিবের ডান হাতের বাহু রক্তাক্ত জখম হয়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আহত শিক্ষার্থীদেরকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ সময় রক্তাক্ত জখম হাবিবের ডান হাতের বাহুতে পাঁচটি সেলাই দেয়া হয়।আমরা বিষয়টি রমনা মডেল থানা পুলিশকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ