• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

স্ত্রীর দেয়া আগুনে দগ্ধ হলেন স্বামী অভিযোগ পরিবারের

মাসুদ রানা, স্টাফ  রিপোর্টার (ঢাকা) / ৩৬৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা (ঢাকা)

নেত্রকোনার বারইবাজার এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা বেগমের কেরোসিনের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন স্বামী একলাছ মিয়া( ৩৮)। অভিযোগ পরিবারের।

সোমবার(১৩ নভেম্বর) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা বার্নের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ একলাছ মিয়ার বড় ভাই মোঃ আনিসুল মিয়া জানান, আমার ভাই সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ৭-৮ মাস আগে সে বাংলাদেশে ফিরে আসে। পাঁচ মাস আগে তার স্ত্রী মুক্তা বেগম কাউকে কিছু না বলে আমাদের বাড়ি থেকে আমার ভাইয়ের টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে বাপের বাড়িতে চলে যায়। আমরা বেশ কয়েকবার বিষয়টি নিয়ে মুক্তার পরিবারের সাথে কথা বলেছি। কিন্তু কোন কাজ হয়নি। গতকাল আমার ছোট ভাই তার শ্বশুরবাড়িতে যায়। সেখানে আজ সকালের দিকে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে স্ত্রী তার গায়ে ক্যারোশিন ঢেলে আগুন ধড়িয়ে দেয়। পরে তার শ্বশুরবাড়ি লোকেরা দগ্ধ অবস্থায় তাকে ময়মনসিংহ সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে বিষয়টি আমাদেরকে জানায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে আমার ভাইকে ঢাকার শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজন। আমাদের অভিযোগ আমার ভাইয়ের স্ত্রী এবং তার পরিবারের লোকেরা মিলেই আমার ভাইয়ের শরীরে আগুন দিয়েছে।

বিযয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। তিনি জানান আজ সন্ধ্যার দিকে নেত্রকোনা থেকে দগ্ধ অবস্থায় একলাছ মিয়া নামে এক ব্যক্তিকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ রয়েছে। তার অবস্থা আশঙ্কাজন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ