• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

বিএনপি গাড়িতে আগুন দিয়ে মানুষ হত‍্যার রাজনীতি করছে -স্থানীয় সরকার মন্ত্রী

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি / ১৮১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যারা দেশকে ভালোবাসে না, তারা সৌভাগ্যবান মানুষ হতে পারে না। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। দেশের স্বাধীনতা অর্জনে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি সম্মান দেখাতে হবে। জাতির জনককে কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মাধ‍্যমেই আওয়ামী লীগ সরকার আজ সারা দেশে উন্নয়ন করতে সক্ষম হয়েছে। দেশে নারী শিক্ষার উন্নয়ন হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক‍্যাবলে যুক্ত হয়েছে। ফলে দেশের মানুষ আজ ডিজিটাল সেবা পাচ্ছে।
শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের নবনির্মিত ভবনসহ ৩৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে সূধী সমাবেশে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, জেলা তত্বাবওয়াক প্রকৌশলী মোস্তফা হাসান, জেলা ম‍্যাজিস্ট্রট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পড়শী সাহা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা।
লাকসাম উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৮ পর্যন্ত লাকসাম ছিল সন্ত্রাসের লীলা ভূমি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লাকসামের উন্নয়ন চিত্র পাল্টে গেছে। এখন লাকসামের সবখানে পাকা সড়ক হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামো তৈরির ফলে উপজেলাগুলো আজ শহরাঞ্চলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সরকার আবারও রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
এছাড়াও একইদিন সন্ধ‍্যায় লাকসাম পৌরসভায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন‍্য বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী প্রধানমন্তী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বঙ্গবন্ধু টানেল, কক্সবাজারে ঝিনুকের আদলে আইকনিক রেলওয়ে স্টেশনের মাধ‍্যমে সারা বাংলাদেশের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপন। যেটি শনিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। দেশের উন্নয়নের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বিএনপি জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত‍্যা করে তারা কখনো মানুষের উন্নয়ন করতে পারেনা। মানুষকে অগ্নিদগ্ধ করে বিএনপি আজ গনতন্ত্র ও মানবতার কথা বলে জাতিকে ধোকা দিচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে বিএনপির এসব ধ্বংসাত্ত্বক রাজনীতি প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান স্থানীয় সরকার মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ