• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ / ২৩৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ২টি এলজি ও ২০ রাউন্ড কার্তুজসহ যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামি ইউছুফ ভূঁইয়া ওরফে ছোটো ইউছুফকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা’ অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেফতার ইউছুফ কাশিপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান’ ইউছুফ বশিকপুরের যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি এলজি ও ২০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও জানান জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার করবেন। পরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর ছিদ্দিক’ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন-জেলা পুলিশের বিশেষ শাখার প্রধান (ডিআইওয়ান) এ কে এম আজিজুর রহমান মিয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ