নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় হামুন উপকূলের নিকটবর্তী হওয়ায় সাগর উত্তাল থাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পাশ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৭ নম্বর মহাবিপদ সংকেত। পারাপারে ঝুঁকি থাকায় মঙ্গলবার দুপুর থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরািয়া আক্তার লাকী। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় মঙ্গলবার দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতিয়ায় ২৪২ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টমবর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় হাতিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।