হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন আহমেদ’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চরকিং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শামছু্দ্দিন জাবের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য – মোহাম্মদ আলী।
মঙ্গলবার সকালে মরহুমের নিজ বাড়ির দরজায় মধ্য চরকিং ছায়েদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ, চরইশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ , চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম আহম্মেদ, জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন মুহিন ,মরহুমের সুযোগ্য সন্তান মিনাজ উদ্দিন ফাহিম,ছাত্রলীগের সভাপতি আব্দুল রাজ্জাক। বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।এ সময় মরহুম মহি উদ্দিন আহম্মেদ এর বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।