• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক… ইউএনও মনজুর আলম গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

মহেশখালীতে তুচ্ছ ঘটনায় দর্জি’কে কুপিয়ে হত্যা, আহত ৩

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) / ১২২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী)
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে জমানো গুধিতে লবণ পরিমাপে বাধা দেওয়া’কে কেন্দ্র করে কালা মিয়া বাজারের দর্জি মুহাম্মদ সোহেল (৩০) ‘কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোহেল কালামিয়া বাজার এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় দর্জি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী’রা জানান জব্বর বাপের খুম নামক চিংড়ি ঘেরে লবণ এর গুধি থেকে জমানো লবণ উত্তোলন নিয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামের ফোরকান আহমদ এর পুত্র মকছুদ মিয়া গং এর সাথে একই এলাকার অলী আহমদ এর পুত্র এরশাদ ও ওমর কাজীর পুত্র ছিদ্দীক আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় এরশাদ গং এর বাধার মুখে মকছুদ গং’রা লবণ উত্তোলণ করতে পারে নি। এই ঘটনার জের ধরে দর্জি সোহেলের দোকানের সামনে চাচাতো ভাই মকছুদ গং’দের’কে কালামিয়া বাজারে এরশাদ গংরা গালিগালাজ করতে থাকে। তাৎক্ষনিক এরশাদ গং এর লোকজন জড়ো হয়ে মকছুদ গং দের উপর হামলা চালায়। দা, ছুরি সহ স্থানীয় বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ব্যাপকভাবে কুপিয়ে রক্তাক্ত করে সোহেল’সহ আরো ৩ জনে’কে আহত করে।

অন্যান আহত’রা হলেন- ফোরকান আহমদের ছেলে মুহাম্মদ মকছুদ (৩৫), জালাল মিয়া (৩৩) ও আলী মিয়া (৫০)। এই রিপোর্ট লেখা পর্যন্ত সোহেল এর মৃত্যুর সংবাদে কালামিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের লোকজন একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ