আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেখ রাসেল দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বীহী অফিসার মো. আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া।
এসময় সহকারী কমিশন (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, ওসি (তদন্ত) টমাস বড়ুয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তাঁর পরিবার ও শিশু শেখ রাসেলের উপর স্মৃতিচারণ করে বক্তারা ১৯৭৫ এর নির্মম হত্যাযষ্ণের কথা উল্লেখ্য করেন।
এসময় বক্তারা বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তাঁর পরিবার ও শিশু শেখ রাসেলকে হত্যা করে ইতিহাসে একটি নিকৃষ্ট ও জঘন্যতম অধ্যায়ের জন্ম দিয়েছে।
পরে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসান।