ইসরায়েলে হামাসের হামলাকে সমর্থন দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনির এক উপদেষ্টা। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে। এদিকে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
ইরানের শীর্ষ নেতা আলি খামেনির উপদেষ্টা রহিম সাফাভি বলেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানাচ্ছি। ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।’
এদিকে, ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইতালি ও জার্মানি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ’আমরা ইসরায়েলের পাশে আছি।’ রাশিয়া সরাসরি কিছু না বললেও দুই পক্ষকে সংযত হতে বলেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য সেখানে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী টম ওয়েনেসল্যান্ড বলেন, হুট করে ইসরায়েল ও গাজার মধ্যে এই বড় সংঘাত ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সামনে আরও ভয়াবহ দিন আসছে। এরই মধ্যে নিহত ও আহত বাড়তে শুরু করেছে। লড়াই থামাতে দুই পক্ষের সঙ্গেই আলাপ করা হচ্ছে।
ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।
এরই মধ্যে হামাসের হামলার জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। হামাসের সদর দপ্তরসহ বিভিন্ন কম্পাউন্টে ১৭টি হামলা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক্সে (টুইটারের নতুন নাম) এক পোস্টে দেশটি জানায়, যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়।