• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
একটি সড়কই পাহাড়ের অর্থনীতিতে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন মহালছড়িতে বিঝু কাপ ফুটবল টূর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন ওয়াদুদ ভূইয়া চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ  লংগদুতে স্কুল ছাত্রাবাসের নামকরণে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার: একটি বিতর্কিত সিদ্ধান্ত খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি -সাইফুল ইসলাম সোহাগ বৈষম্য করায় পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ রামগড়ে জুলাই ২৪ আন্দোলনে শহীদ হওয়া মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকা সরকারি সহায়তা ঈদ উপহার বিতরণ করলো বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি সকল সম্প্রদায়ের মানুষদের সাথে মাইসছড়িতে ইফতার করেছেন-ওয়াদুদ ভূইয়া গুইমারায় সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ / ৯২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

স্বাধীনতার ৫৫ বছরের শেষ সময়ে এসে সকল আলোচনা-সমালোচনা এড়িয়ে কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্স এইড ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৭নং খুটাখালী ইউনিয়নস্হ খুটাখালী কলেজ নামক শিক্ষা-প্রতিষ্ঠান।

 

বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে খুটাখালী বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন খুটাখালী কলেজ এর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী  সালাহউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটাখালী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আবুল হোছাইন,সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এ্যার্টনী জেনারেল কুতুবউদ্দিন তুষার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ হাসিনা আহমেদ,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন-খুটাখালীর কিশলয় স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে শিক্ষার্থীরা শিক্ষার আলোতে আলোকিত হয়ে সারাদেশে সরকারী,বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত থাকায় এলাকার সুনাম ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে একটি কলেজ বহু আগেই হওয়া দরকার ছিল। অবশেষে এখন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে। সেহেতু আমার অনুরোধ থাকবে মেধাবী প্রভাষক-প্রভাষিকা নিয়োগ দিয়ে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা। এছাড়াও কলেজের মূল কার্যক্রম শুরু হলে,তখন আমার পক্ষ থেকে কলেজটির জন্য ৫লক্ষ টাকার অনুদান দিব।বিগত ফ্যাসিবাদী সরকার শিক্ষার মান ধ্বংস করে দিয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে শিক্ষা ব্যবস্হা ধ্বংস করে দিতে হবে, পতিত ফ্যাসিবাদীরা তা চুড়ান্ত ভাবে করে গিয়েছে। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত এবং দরকার। তিনি

আরও বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা-প্রতিষ্ঠানের বিকল্প নেই। পরিশেষে অত্র কলেজের সার্বিক সফলতা কামনা করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন-কক্স এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রহিম সহ ফাউন্ডেশনের অন্যন্যা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আহবায়ক এনামুল হক,সদস্য সচিব এম মোবারক আলী,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী,সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী,বিভিন্ন কলেজ,স্কুল,মাদ্রাসার শিক্ষক,সাংবাদিক,এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ