আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার জামতলা ও বাজার এলাকা থেকে ৬১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই নারী ও ২১পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আাইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১নম্বর ইউনিয়নের জামতলা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সমতলে পাচারকালে দেশীয় চোলাই মদের একটি বড় চালানসহ (৬১ লিটার) পাচারকারী নারী ক্রানু ছিং মারমা (২৬), পিতা- উচামং মারমা, স্বামী- উত্তম ত্রিপুরা, মাতা- উশিমা মারমা, সাং- ডাববইন্যা ছড়া, উচামু বাড়ি, ০৮নং ওয়ার্ড, ০৪নং কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা-রাঙ্গামাটি ও পুওয়াইমা মারমা (৪০), স্বামী- আথুইশৈ মারমা, পিতা- চিংথোউ মারমা, মাতা- আবুমা মারমা, সাং- কিবুক পাড়া, ০৪নং ওয়ার্ড, কোয়ালং ইউপি, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবান, এ/পি সাং- কুড়িশ্যা, থানা- উত্তর রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামাকে আটক করেন।
অন্যদিকে রাত সাড়ে ১১টায় উপজেলা সদর মানিকছড়ি বাজারস্থ “ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনের সড়কে অবস্থানরত মাদক ব্যবসায়ী সুমন হোসেন(১৯) পিতা- মো.ইউনুচ মিয়া, ৮নম্বর ওয়ার্ড, পুরাতন উপজেলাকে (ভুঁইয়া টিলা) ২১পিস ইয়াবাসহ আটক করেন। উভয় অভিযানে নেতৃত্ব দিয়েছেন থানার উপ-পরিদর্শক সুমন কান্তি নাথ ও সঙ্গীয় ফোর্স।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ৬১ লিটার চোলাই মদসহ দুই নারী ব্যবসায়ী ও ২১পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।