আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার জামতলা ও বাজার এলাকা থেকে ৬১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই নারী ও ২১পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আাইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১নম্বর ইউনিয়নের জামতলা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সমতলে পাচারকালে দেশীয় চোলাই মদের একটি বড় চালানসহ (৬১ লিটার) পাচারকারী নারী ক্রানু ছিং মারমা (২৬), পিতা- উচামং মারমা, স্বামী- উত্তম ত্রিপুরা, মাতা- উশিমা মারমা, সাং- ডাববইন্যা ছড়া, উচামু বাড়ি, ০৮নং ওয়ার্ড, ০৪নং কলমপতি ইউপি, থানা- কাউখালী, জেলা-রাঙ্গামাটি ও পুওয়াইমা মারমা (৪০), স্বামী- আথুইশৈ মারমা, পিতা- চিংথোউ মারমা, মাতা- আবুমা মারমা, সাং- কিবুক পাড়া, ০৪নং ওয়ার্ড, কোয়ালং ইউপি, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবান, এ/পি সাং- কুড়িশ্যা, থানা- উত্তর রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামাকে আটক করেন।
অন্যদিকে রাত সাড়ে ১১টায় উপজেলা সদর মানিকছড়ি বাজারস্থ "ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনের সড়কে অবস্থানরত মাদক ব্যবসায়ী সুমন হোসেন(১৯) পিতা- মো.ইউনুচ মিয়া, ৮নম্বর ওয়ার্ড, পুরাতন উপজেলাকে (ভুঁইয়া টিলা) ২১পিস ইয়াবাসহ আটক করেন। উভয় অভিযানে নেতৃত্ব দিয়েছেন থানার উপ-পরিদর্শক সুমন কান্তি নাথ ও সঙ্গীয় ফোর্স।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ৬১ লিটার চোলাই মদসহ দুই নারী ব্যবসায়ী ও ২১পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত