বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম ও মসজিদের ইমাম মো: ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে এবং তার খুনিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ির গুইমারায় মানববন্ধন করে খুনিদের ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম ওলামা সহ স্থানীয় জনসাধারণ।
শুক্রবার (২৫ জুন) গুইমারা জালিয়াপাড়া বাজারের চৌরাস্তায় খাগড়াছড়ি -ঢাকা সড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নোমান এর সভাপতিত্বে জালিয়াপাড়া জালিয়াপাড়া তৌহিদি জনতা ও জালিয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসার আলেম- ওলামাসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি করতে সন্ত্রাসীরা সাধারণ জনগণকে গুম হত্যার পাশাপাশি এখন ইমামদের হত্যা করা শুরু করেছে। এভাবে চললে পার্বত্য এলাকায় অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে।
বক্তারা ইমাম হত্যাকারীদের যথাযথ শাস্তি দাবি করে পার্বত্য এলাকার সন্ত্রাসীদের মুলোৎপাটন, সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম সমাজের নিরাপত্তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন,গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম,মাওলানা ওসমান গনি,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিও সাবেক ইউপি মেম্বার,মোঃ আইয়ুব আলী,হাফছড়ি ১নং ইউপি মেম্বার,আরমান হোসেন,বিশিষ্ট সমাজ সেবক, মোঃ হাফিজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ১৮জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্ষুদ্র নৃগোষ্টির ত্রিপুরা সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারী মো.ওমর ফারুককে গুলি করে হত্যা করে। আর এই ঘটনায় রোয়াংছড়ি থানায় অজ্ঞাত পরিচয়ে ৫ জন’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।