মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
চকরিয়ায় প্রথমবারের মতো শুরু হওয়া পাঁচদিনের শেখ হাসিনা বই মেলা রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক কক্সবাজারের সন্তান কবি মুহম্মদ নুরুল হুদা। পাঁচদিন ব্যাপী শেখ হাসিনা বই মেলার প্রবর্তক কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে ও আহবায়ক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলার সদস্য সচিব তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।
এসময় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আলমগীর চৌধুরীসহ দেশ বরেণ্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট গুণীজনদের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পাঁচদিন ব্যাপী এ মেলায় ১১টি স্টলে বরেণ্য কবি-সাহিত্যিকদের লেখায় প্রকাশিত পাঠকপ্রিয় বইয়ের সমাহার ঘটে।