• শনিবার, ১১ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
দৌলতদিয়া পদ্মা পার ভাঙন রোধে জিওব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু  পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত জনপ্রতিনিধি’র সৌজন্য স্বাক্ষাত কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছুকদের জন্য ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’ ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি   কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হবার অভিযোগ মহেশখালী’র নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানিকছড়িতে বিজয় উল্লাসে ভোটারের পাশে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়ি ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

সরকারকে ভয় দেখাতে ভিসানীতি প্রয়োগ: মেনন

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর): / ২১৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

তরিকুল ইসলাম ফাহিম, নাটোর, লালপুর

সরকারকে ভয় দেখাতে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে বলে
মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলা প্রাঙ্গণে শহীদ আব্দুস সালামের স্মরণ সভা ও গণজমায়েতে একথা বলেন তিনি।
এসময় রাশেদ খান মেনন বলেন, মার্কিনীরা নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় ভিসানীতি প্রয়োগ করেছে এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়, তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গেপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি। এই মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেনে। এবারো কারো হুকুম জারিতে নয়, এদেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
এসময় আখচাষী সমিতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও নাটোর জেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ‍্যাড: লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ