তরিকুল ইসলাম ফাহিম, নাটোর, লালপুর
সরকারকে ভয় দেখাতে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে বলে
মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলা প্রাঙ্গণে শহীদ আব্দুস সালামের স্মরণ সভা ও গণজমায়েতে একথা বলেন তিনি।
এসময় রাশেদ খান মেনন বলেন, মার্কিনীরা নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় ভিসানীতি প্রয়োগ করেছে এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়, তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গেপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি। এই মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেনে। এবারো কারো হুকুম জারিতে নয়, এদেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
এসময় আখচাষী সমিতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও নাটোর জেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড: লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত