সাধন সাহা জয়,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
নবীনগর থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় মান্যবর পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নবীনগর থানা পুলিশ।
অভিযানকালে এসআই/আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ গতকাল নবীনগর থানাধীন শিবপুর ইউপিস্থ শিবপুর সিএনজি স্টেশন এর সামনে রাস্তার উপর চেক পোষ্ট ডিউটি করিয়া আসামী ০১। মোসাঃ বৃষ্টি আক্তার প্রঃ সনিয়া (১৯) স্বামী-মোঃ রুবেল, পিতা-মোঃ খায়রুল হক, সাং-উত্তর কান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ০২। সিমা আক্তার (২০) স্বামী-সোহেল প্রঃ সোহাগ, পিতা-মোঃ শাকিল, মাতা-ফাতেমা আক্তার, সাং-চর চন্নিপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৩। আইনের সংঘাতে জড়িত শিশু মোসাঃ তামান্না আক্তার (১৪) পিতা-মোঃ শাকিল প্রঃ রুবেল, সাং-রাজাপুর আশ্রয়ন প্রকল্প, ৫নং ঘর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৪। আইনের সংঘাতে জড়িত শিশু মোসাঃ সাদিয়া আক্তার (১৭) পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোসাঃ রেহেনা আক্তার, সাং-সাং-রাজাপুর আশ্রয়ন প্রকল্প, ২নং ঘর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াগনের হেফাজত হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেন।
উক্ত ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাধন সাহা জয়
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ০১৬৭৬৪৩০২৮৯