দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি নয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্যান ত্রির প্রিতবেদনে বলা হয়, বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। ভবনটি থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাহায্য চাওয়া অনেক মানুষের চিৎকার শুনতে পেয়েছি। কিন্তু আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতটাই বদ্ধ ছিল যে, বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। হতাহতদের বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ওই সময় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।
গত বছর ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চিন মিনহে গত বছর একটি তিন তলা ভবনে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল।