রাজশাহীর বাঘায় মেঝ ভাই নান্টু ইসলামকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারই সহোদর ছোট ভাই আলী আযম।
শনিবার (২৯ মে) বিকেল ৪ দিকে বাঘার পৌর এলাকার ছাতারি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত নান্টু ইসলামকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাহার স্বপ্না জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের বাম দিকে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।
তার অবস্থা আশংকাজনক দেখে উন্নতর চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বাঘা পৌরসভার ছাতারি গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাব মৃধা তার বসত ভিটায় পৃথক একটি ঘর নির্মাণ করতে চাচ্ছিলেন এতে বাধা দেয় তার মেজ ছেলে নান্টু ইসলাম।
এনিয়ে ছেলে নান্টু ইসলামের সাথে কথা কাটাকাটি হয় আব্দুল ওয়াহাবের। এক পর্যায়ে পিতাকে খড়ি ছুঁড়ে মারে ছেলে নান্টু ইসলাম।
সেই খড়ি মুখে লেগে আঘাত প্রাপ্ত হন আব্দুল ওয়াহাব। মুখ দিয়ে রক্তঝরা দেখে আব্দুল ওয়াহাবের ছোট ছেলে আলী আযম ধারালো বঁটি দিয়ে কোপ মারে তারই সহোদর মেজ ভাই নান্টু ইসলামকে ।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর, আব্দুস সালাম বলেন, আব্দুল ওয়াবের ছোট ছেলে আলী আযমের বটির আঘাতে তার মেজ ছেলে নান্টু ইসলাম আহত হয়েছে বলে শুনেছি। তাকে রাজশাহী মেডিকের করেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান,আমি শুনেছি লিখত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে ।