সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান একটি পুরাতন ট্রলার থেকে সাত ব্যারল (১৪০০ লিটার) ডিজেল সহ আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল।
আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।
আটককৃত আসামিরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখ এর ছেলে ১।মোঃ কামাল শেখ(৩৫) এবং নাসির সরদার পাড়ার সাত্তার ব্যাপারীর ছেলে ২। মোঃ হাবিল ব্যাপারী (৩২)
দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ব্যারল (১৪০০ লিটার) তেলসহ তাদের আটক করা হয়। আমরা ধারণা করছি দৌলতদিয়া নদীতে ব্যাবহৃত ড্রেজিং এর চোরাই তেল। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আসামিদের বিরুদ্ধে ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।