সোমবার সকাল ৯.০০ টায় বান্দরবান সদরস্থ প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্মানিত ক্যাপ্টেন (অব:) আলহাজ্ব মোঃ তারু মিয়ার সভাপতিত্বে “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগ” -এর দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান মজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বান্দরবান পৌর সভাপতি সামছুল হক শামু, পিসিএনপি সদস্য ও সাবেক বাঙ্গালী ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান আখন্দ । এছাড়াও সংগঠণের বিভিন্ন নেতাকর্মী সহ এতে মোট উপস্থিতি ছিল ২০০-২২০ জন।
মানব বন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন:
অতীতে পদাতিকারবলে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ বাঙালী প্রতিনিধিগণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে সঠিকভাবে ত্রাণ বিতরণ, বতর্মানে চলমান পানি সংকট সহ বিভিন্ন সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন।
পার্বত্য চট্টগ্রামে তীব্র পানি সংকট, ভূমি বিরোধ,রাজার সার্টিফিকেট নিয়ে বাঙালীদের হয়রানি,বাজারফান্ডের জায়গায় ষড়যন্ত্রমূলকভাবে ব্যবসায়ীদের ব্যাংক লোন বন্ধ ,পাহাড় থেকে অবৈধভাবে পাথর ও বালি উত্তোলন,অবাধে গাছ কাটা ইত্যাদি বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দায়িত্বশীল থাকা সত্বেও কখনো দৃষ্টিপাত করেননি।
পার্বত্য এলাকায় শিক্ষা,চাকুরী ও নিয়োগ সহ সকল ক্ষেত্রে বাঙালীদের সমান অধিকার থেকে বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের বিভিন্ন দূর্ণীতি বন্ধের দাবী সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান -এর শূণ্য পদে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়কে অথবা একজন বাঙালী প্রতিনিধিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।