মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন দিন বয়সী ছেলে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতালে ১০৬ নং ওয়ার্ড থেকে চুরি হয় শিশু নবজাতকটি।
শিশুর পিতা হিরন জানান, পেশায় আমি একজন রাজমিস্ত্রী।গত তিন দিন আগে তার স্ত্রী শাহিনা বেগম কে গর্ভবতী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নাম্বার গাইনি বিভাগের সিট নাম্বার এক্সটা ওয়ান এ ভর্তি করেন।ওই দিনই একটি ফুটফুটে ছেলে নবজাতক শিশুর জন্ম হয় তাদের পরিবারে।আজ দুপুরে নবজাতকের মা ঘুমিয়ে থাকলে দুপুর দেড়টা থেকে দুইটার দিকে তাদের নির্ধারিত বেড়ে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তারা। পরে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে সেখান থেকে পুলিশ এসে ঘটনা তদন্ত করছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান,ভোলা সদরের ইলিশা গ্রামে আমাদের বাড়ি। বর্তমানে মিরপুরের শেওড়াপাড়ায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলে(ঢামেক )হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আমরা আজ দুপুরের দিকে ঘটনাটি জানতে পারি। পরে শাহবাগ থানা পুলিশকে ডেকে এনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে সনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই এ বিষয়ে একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।