• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত! পাহাড়ি তরুণী’কে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বাঁধা গুইমারা উপজেলা বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত 

রামগড়ে ঈদের দিনে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রামগড় প্রতিনিধি: / ৫৬৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৪ মে, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ই মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর ৮নং ওর্য়াডের ফেনীরকুল এলাকায় ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. সেরাজুল ইসলাম (৩৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার গার্ডের দোকান এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে। তবে রামগড় উপজেলার ফেনীরকুল এলাকায় দীর্ঘ বছর ধরে স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করে আসছিলেন সেরাজুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে ওই যুবক। তবে এটি আত্মহত্যা কীনা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাদতন্তের প্রতিবেদন পাওয়ার পর।’

তিনি আরও জানান, ফেনীরকুল এলাকায় শ্বশুর বাড়ির পাশেই নিজে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর করে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন সেরাজুল ইসলাম। পেশায় ছিলেন একজন টমটম চালক। প্রথম স্ত্রীর কাছে গোপন রেখে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেছিলো সেরাজুল। এ নিয়ে বেশ কিছুদিন যাবৎ প্রথম স্ত্রীর সাথে সম্পর্কের টানাপোড়েন চলছিলো বলে পারিবারিক সূত্রে জানা যায়।

ঘটনার সময় স্ত্রী ঘরের বাইরে রান্না ঘরে কাজ করছিলেন। রান্নার কাজ শেষে ঘরে গিয়ে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয় স্ত্রী। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে নিহতের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ