খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি জেলার সর্বস্তরের বসবাসকারী জনগণকে আমার ও সকল সদস্যদের পক্ষ হতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ।
তিনি বলেন ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ ঈদে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে।
তবে এবার কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদ উল ফিতর নামাজ আদায়সহ অন্যান্য অনুষ্ঠানাদি পালন করার জন্যে খাগড়াছড়ি জেলাবাসীকে অনুরোধ জানান।
পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।