• বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পতিসর কাচারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা জব্দ বান্দরবান সদরে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুস ও আলীকদমে আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাঁরা মানিকছড়িতে নারী ভোটারের উপস্থিতি বেশি দুপুরের পর ভোট কেন্দ্র অনেকটা ফাঁকা! কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে  ইউএনও  আলীকদম উপজেলায় ভোট গ্রহণ শুরু আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা

কাপ্তাইয়ে মানবতার দেয়াল- প্রদানে গর্বিত হবেন না, গ্রহনে লজ্জিত হবেন না

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ / ৪৯৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

মেহনতি ও দরিদ্র মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা সদর যাত্রী ছাউনিতে চালু করা হলো “মানবতার দেয়াল”।
প্রদানে গর্বিত হবেন না, গ্রহনে লজ্জিত হবেন না, মূলত এই শ্লোগানকে উপজীব্য করে গরীব অসহায় জনগণের মাঝে বিনামূল্যে বস্ত্র, খাদ্য এবং বিভিন্ন মৌলিক চাহিদা মেটানোর উপাদান যোগানের জন্য এই মানবতার দেয়াল গড়া হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৩.৩০ মিনিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মানবতার দেয়াল উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ন ভট্টাচার্য এর সভাপতিত্বে সম্পাদক উৎপল ভট্টাচার্য এর সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক দিলীপ কুমার পাল, কাপ্তাই সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি আশীষ কুমার দাশ, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার সেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব মল্লিক, উপদেষ্টা তুষার চৌধুরী, সদস্য অনিন্দ্য পাল উপস্থিত ছিলেন।
উদ্বোধনে শেষে প্রধান অতিথি ইউএনও মুনতাসির জাহান বলেন, মেহনতি, মুক্তিযোদ্ধা, দরিদ্র মানুষ এবং মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মার্নাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে যে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। আমাদের গরীব দুঃখী মেহনতি মানুষ উনারা অনেকের কাছে চাইতে পারে না, তাদের কথা চিন্তা করে মানবতার দেয়াল সৃষ্টি করা হয়েছে এতে তারা উপকৃত হবেন, এখানে খাবার, বস্ত্র সহ মৌলিক উপাদান গুলো তারা রাতের অন্ধকারেও নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ