সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার মহিত হীরা, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা পাট কর্মকর্তা নিজাম উদ্দীন, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২.০১মিনিটে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবের শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, গোয়ালন্দ প্রেসক্লাব, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্বা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলন করা হয়।
আলোচনা সভা শেষে ভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।