করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলাচলের ওপর ঘোষিত সরকারি বিধিনিষেধ পালনের চতুর্থ দিনেও মাটিরাঙ্গা সদরসহ উপজেলার বিভিন্ন হাঁটবাজারগুলোতে চলছে ঢিলেঢালাভাবে লকডাউন।
লকডাউনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরিধান করা মানুষের সংখ্যা ছিল খুব কম। উপজেলা খেদাছড়া, বেলছড়ি, গোমতিসহ বিভিন্ন বাজার গুলোতে সন্ধ্যার পরেও সাধারন মানুষের চলাফেরা ছিল চোখে পড়ারসত।
এসব বাজারে সন্ধ্যার পরের চিত্র স্বাভাবিক জীবনযাপনের মতোই। লকডাউন নাকি স্বাভাবিক জীবনযাত্রা চলছে তা ঠিক বোঝা যায় না বাস্তব অবস্থা দেখে। হাতে গোনা দু চার জন ব্যক্তি ছাড়া কেউ মাস্ক পরেনা এখানে। সন্ধ্যা ছ`টার পর দোকান পাট বন্ধ থাকার সরকারি ঘোষনা সত্বেও রাত ৮টার পরও বাজারে মানুষ দিব্বি ঘোরাঘুরি করতে দেখা যায়। জানা গেছে ম্যাজিষ্ট্রেট বা প্রশাসনের কর্তাকর্তারা আসছেন, এমন সংবাদ শোনামাত্র কিছু সময়ের জন্য স্বাস্থ্যবিধি মানার কৃত্রিম অভিনয় করেন বেশীরভাগ মানুষ।
স্থানীয়দের মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষ করোনার আক্রান্তের নতুন লক্ষণ সম্পর্কে তেমন কিছুই জানেন না বলে জানিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক জনপ্রতিনিধিরা।