• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ খাগড়াছড়িতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মানিকছড়িতে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন : চালু রয়েছে সব কয়টি ইউনিট লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা

আশুলিয়ার শ্রীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২১৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

আশুলিয়ার শ্রীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মাটি কাটার ভেকু (এসকেভেটর) চালক ছিলেন তিনি। এই ঘটনায় গতকাল গার্মেন্টসকর্মী সাবিনা বেগম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান গত শনিবার রাত আনুমানিক দুইটার দিকে আশুলিয়া থেকে দগ্ধ হয়ে ৬ জন আমাদের এখানে আসেন। তাদের মধ্যে গতকাল সাবিনা বেগম আমি এক নারীর মৃত্যু হয়। তার শরীরে শতকরা ৫০%দগ্ধ হয়েছিল। আর গতরাতে নজরুল ইসলাম নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে শতকরা ৫০% দগ্ধ হয়েছিল। এই ঘটনায় আরো চারজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন,মুদি দোকানদার মোঃ মহসিন হোসেন (২৭) দগ্ধ শতকরা ১০% ও তার মা কমেলা বেগম (৫০) দগ্ধ কমেলা বেগম শতকরা ২০%. ব্রিটিশ টোবাকো কোম্পানির কর্মচারী মোঃ সাদিকুল ইসলাম (২৮) দগ্ধ শতকরা ৫০% এবং মুদি দোকানদার মোঃ হাশেম আলী (৪৫) দগ্ধ শতকরা ৪৫%.। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুর ধানসোনা নতুননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীর সহ ৬ জন দগ্ধ হয়েছিলেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোতালেব হোসেন জানান, তারা ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার শফিকের সেমিপাকা টিনশেড বাড়িতে পাশাপাশি কয়েকটি ঘরে ভাড়া থাকেন। রাত ৮টার দিকে তিনি শ্রীপুর বাজারে তার কাপড়ের দোকান থেকে বাসার কিছুটা দূরে পৌঁছানো মাত্রই বিকট একটি শব্দ শুনতে পান। দৌড়ে বাসায় গিয়ে দেখেন, তাদের বাসা ও আশপাশে আরও কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীকালে আশপাশের ভাড়াটিয়াদের মাধ্যমে কয়েকটি ঘর থেকে ওই ৬ জনকে বের করে আনা হয়। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ