সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলাঃ
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আশরাফুল ইসলামকে গোয়ালন্দ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুহাম্মদ আশরাফুল ইসলাম বর্তমানে দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর হিসাবে কর্মরত রয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় । আয়োজকরা জানান, মুহাম্মদ আশরাফুল ইসলাম তার কর্মদক্ষতা ও সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করেছেন, যা গোয়ালন্দবাসীর জন্য গর্বের বিষয়।
প্রেস ক্লাবের আহবায়ক গণেশ পালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কেএ মুহিত হিরা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যাপক আমিনুল ইসলাম লিন্টু, প্রফেসর আব্দুল আওয়াল, গোয়ালন্দ উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মৃধা, সদস্য জহুরুল ইসলাম হালিম, আমিনুল ইসলাম রানা সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।