• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজারে নামেই পরিচিত কাপ্তাইতে বড়শিতে ধরা পড়ল ২৬ কেজি ওজনের কোরাল মাছ পারিবারিক কলহের জেদ ধরে ৩ জনের বিষপান আলীকদমে সেনা অভিযানে গুইমারাতে ১১০ লিটার মদসহ ২জন আটক ৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

২৪এর গণঅভ্যুত্থানে আহতেদের চিকিৎসা করবে সরকার –জেলা প্রশাসক

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ১১৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আলমগীর হোসেন , লংগদু,(রাংগামাটি)
রাংগামাটি জেলার লংগদু উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী,সেবাগ্রহীতা,জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহতদের জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান এসব কথা বলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ।

শনিবার (৮ ফেব্রুয়ারী ) দুপুর ১ টায় উপজেলার পাবলিক লাইব্রেরি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,রাংগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন,জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

 

এ সময় প্রধান অতিথি বলেন,লংগদু উপজেলা বাসীর বহুদিনের প্রতিক্ষীত নানিয়ারচর সড়ক এবং এটি বাস্তবায়ন করার লক্ষে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো,কৃষি প্রদান জেলা হিসেবে লেকের পানি কমানোর বিষয়টিও খুব শিগগিরই দেখা হবে,এছাড়াও গনঅভ্যুত্থানে আহত লংগদু উপজেলার সকলকে নগদ অর্থ প্রদান করেন। জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান,কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, গনঅভ্যুত্থানে আহত চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ