• মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার মহেশখালীতে উদোক্তা হিসেবে সম্মাননা পেলেন মানবিক ফয়সাল আমিন পদ্মার জেলেরা ভরা মৌসুমেও পাচ্ছে না  ইলিশ  ফিরছেন খালি হাতে মানিকছড়ি ডিসিপার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার গুইমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যেগে পথসভা অনুষ্ঠিত মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের শুভ উদ্ভোধন লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা কাপ্তাইয়ের ওয়াগ্গায় ১২ একর জমিতে মিশ্র ফলের চাষ এবং খামারে গবাদিপশু পালন করে সফলতা অর্জন করেছেন লাকি তনচংগ্যা রাজস্থলী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে বিএনপির অফিস শুভ উদ্বোধন

রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার: / ১৫৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

 

রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণাধীন মডেল মসজিদগুলোর গুণগতমান নিশ্চিত ও নির্মাণ কাজের তদারকি বাড়ানোর নির্দেশ ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের ল’ এন্ড এস্টেট ও অনুবাদ-সংকলন বিভাগের পরিচালক এবং মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মুহাম্মদ রফিক উল ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারকেল বাগান এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলার সাধারন কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী, মাওলানা মো. উসমানগণী, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মো. আব্দুল জাব্বার, হাফেজ মো. ইউনুছ প্রমুখ।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ