ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। সাংবাদিকদের সাথে জেলার আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া তথ্য নির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
উত্তরে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান,
পুলিশ সুপার আইনশৃঙ্খলার উন্নয়ন, জনসাধারণ এ পর্যটক’রা নির্ভয়ে পর্যটন নগরী খাগড়াছড়িতে চলা-ফেরা করতে পারবেন বলে মন্তব্য করে বলেন, যে কোন বিষয়ে সমস্যা হলে ফোনে অবহিত করলে, আমি সমাধান করার চেষ্টা করব।
এসয় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ বিল্লাল হোসেন, জেলা বিশেষ শাখা অফিসার্স ইনচার্জ নাজমুল করিম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃদা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, এইচ এম প্রফুল্ল, যুগ্ম সম্পাদক সমির মল্লিক, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নয় উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।