খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
রোববার (০৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে শতাধিক অসহায় দরিদ্র পাহাড়ি উপজাতি নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।