হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা ওয়েলের গাড়ি চাপায় বিমানের প্রকৌশল বিভাগের এক কর্মী নিহত হয়েছেন। সাদ্দাম হোসেন নামের ওই কর্মী এয়ারক্রাফট টেকনিক্যাল সহকারী ছিলেন।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের অদক্ষতার কারণে এর আগেও একাধিকবার এমন দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজের ক্ষতি ও মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম হোসেন। উড়োজাহাজে তেলবাহী পদ্মা ওয়েলের গাড়ি তাঁকে চাপা দেয়। অচেতন অবস্থায় সাদ্দামকে উত্তরার উইমেন’স মেডিক্যাল কলেজে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, পদ্মা ওয়েলের একটি গাড়ি এক বিমানকর্মীকে চাপা দেয়। এ ঘটনায় গাড়ি চালকসহ সংশ্লিষ্টদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।