বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র( এফডিটিসি) কাপ্তাইয়ের উদ্যোগে বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ বুধবার (২৪ মার্চ) কাপ্তাই এফডিটিসিতে সম্পন্ন হয়।
সমাপনী দিনে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উত্তর বন বিভাগে ডিএফও অজিত কুমার রুদ্র ।
এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বন বিভাগের ডিএফও আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ ।
অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সিএমসির সভাপতি মাকসুদুর রহমান বাবুল ও বিশাল ত্রিপুরা ।
১০ দিনব্যাপী প্রশিক্ষণে বন্যপ্রাণী বিলুপ্ত, হাতি মানুুষ দ্বন্ধ, বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত নীতিমালা, রক্তিত এলাকা,পরিযায়ী পাখি,সাপের প্রজাতি,বিষধর সর্প দংশনে এর প্রতিকার ও চিকিৎসা, তিমি, হাতি ও হাঙ্গরের ফিস সনাক্তকরণ ও সংরক্ষণ,বনভূমি আইন, পাচার,অপরাধ, ও ইকোট্যুরিজম, সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে বন বিভাগ,ইমাম, সাংবাদিক, শিক্ষক, ছাত্র,জনপ্রতিনিধি ও ইআরটি সহ ৩০জন প্রতিনিধি অংশ নেন।