• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘন কুয়াশায় মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেরপুরের পাচার হওয়া কিশোরী পুলিশের অভিযানে পতিতালয় থেকে উদ্ধার

এফ এম সিফাত হাসান, শেরপুর: / ২২৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

এফ এম সিফাত হাসান, শেরপুর
৯ আগস্ট বুধবার বিকেলে শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বিয়ের প্রলোভনে পড়ে পাচার হওয়া ওই কিশোরী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের দক্ষিণ লংগরপাড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী।

এদিকে ওই ঘটনায় শ্রীবরদী থানায় লোকমান মিয়া (২৩) নামে এক পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। লোকমান মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের লোকমান ভিকটিমের এলাকায় আত্মীয়তার সূত্র ধরে আসা যাওয়া করতো। সেই সুবাদে ভিকটিমের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২০ জুন লোকমান তাকে বিয়ের কথা বলে পার্শ্ববর্তী জামালপুর জেলায় নিয়ে যায়। পরে তাকে জামালপুর শহরের দয়াময়ী পতিতালয়ে বিক্রি করে দেয়।

এরপর থেকে ভিকটিমের মা-বাবা ভিকটিমকে খুঁজতে থাকে। না পেয়ে অবশেষে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভিকটিমের মা। জিডির সূত্র ধরে বুধবার শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়ে জামালপুর শহরের দয়াময়ী পতিতালয় থেকে ভিকটিমকে উদ্ধার করে। বৃহস্পতিবার ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ভিকটিমের পরিবার ও স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ভিকটিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ