• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো রামগড়ের আরও ৬৫ পরিবার

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) / ২৫০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেয়েছেন আরো ৬৫টি ভূমিহীন,গৃহহীন ও ছিন্নমূল পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা নির্বাহী অফিসার(ভাঃ)মানস চন্দ দাস জানান, ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ধারাবাহিকতায় রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরো ৬৫পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড় উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারিভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১ নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ দাস ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর),১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার সহ সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ